নভেম্বর ১০, ২০২৪

রবিবার ১০ নভেম্বর, ২০২৪

ভারতের বাইরে চলে যাচ্ছে ২০২৪ আইপিএল!

2024 IPL is going out of India!
ভারতের বাইরে চলে যাচ্ছে ২০২৪ আইপিএল!। ছবি: সংগৃহীত

আগামী বছর আইপিএল ভারতে না হওয়ার সম্ভাবনাই বেশি। যে সময় আইপিএল হবে, সে সময়ে ভারতে লোকসভা নির্বাচন। নিরাপত্তা জনিত কারণে ভোটের সময়ে ভারতে আইপিএল করা সম্ভব হবে না। । তাই বিদেশের মাটিতে আইপিএলের ১৭তম আসর আয়োজন করার পরিকল্পনা করছে বোর্ড।

এর আগেও একাধিকবার লোকসভা নির্বাচনের কারণে ভারতের বাহিরে আয়োজিত হয়েছে আইপিএল। ২০০৯ সালে দক্ষীণ আফ্রিকায় এবং ২০১৪ সালে আসরের প্রথম ২০টি ম্যাচের আয়োজন করা হয়েছিল দুবাইয়ে।

চলতি বছর ৫৮ দিন ধরে চলেছে আইপিএল। ৩১ মার্চ শুরু হয়েছিল। শেষ হয়েছিল ২৯ মে। আইসিসি সাফ জানিয়ে দিয়েছে যে, আইপিএল শেষ হওয়া ও কুড়ি ওভারের বিশ্বকাপ শুরু হওয়ার মাঝে, কমপক্ষে দুই সপ্তাহের ব্রেক থাকতে হবে। যার ফলে আগামী বছর আইপিল ৫৮ দিনের বদলে দুই-তিনদিন কমবে।

এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা বলেছেন, ‘আমরা ভালোভাবেই জানি যে, আগামী বছর আইপিএল আয়োজনের ক্ষেত্রে কী কী জটিলতা রয়েছে। ইংল্যান্ড সিরিজের পাশাপাশি রয়েছে সাধারণ নির্বাচন। অন্যদিকে জুনেই আবার বিশ্বকাপ। কিন্তু এখনই এই বিষয় পরিকল্পনা করার সময় আসেনি। আমাদের এখন একটাই ফোকাস। অক্টোবরে ভারতে সুষ্ঠুভাবে বিশ্বকাপ আয়োজন করা। আইপিএল আয়োজনের জন্য আমরা ডিসেম্বর-জানুয়ারিতে বৈঠক করতে পারি।’