ভারতের তামিলনাড়ু রাজ্যের মাদুরাই স্টেশনে একটি চলন্ত ট্রেনের কামরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন অন্তত ২০ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
শনিবার (২৬ আগস্ট) ভোরে তামিলনাড়ুর মাদুরাই স্টেশনের কাছে ট্রেনটিতে আগুন লাগে। খবর এনডিটিভির।
ভারত রেলওয়ের দক্ষিণাঞ্চলীয় বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনে থাকা একটি অবৈধ গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। ট্রেনটি উত্তর প্রদেশ রাজ্যের রাজধানী লক্ষ্ণৌ থেকে ছেড়ে এসেছিল।
প্রাথমিকভাবে জানা গেছে, তীর্থযাত্রীরা নিয়মবহির্ভূতভাবে কামরার মধ্যেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে কফি বানানোর কাজ করছিলেন। সেখান থেকেই আগুন লাগে এবং তা ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বেশিরভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। অনেকেই আগুন লাগার পর বগি থেকে বের হতে পারলেও প্রবীণরা পারেননি।
ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় সকাল ৭টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ, ফায়ার সার্ভিস এবং রেলওয়ের কর্মীরা আগুন নেভানোর পর বগি থেকে পুড়ে যাওয়া মরদেহগুলো বের করেছেন।
নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির দক্ষিণ রেলওয়ে বিভাগ।