জুলাই ৯, ২০২৫

বুধবার ৯ জুলাই, ২০২৫

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া, মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে

Hilsa prices are high even in full season, beyond the reach of the middle class
ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া, মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। ছবি: সংগৃহীত

গরুর গোশতের চেয়েও যেনো ইলিশের দাম বেশী। বাজারে ছোট-বড় অনেক মাছ উঠলেও বেশির ভাগ মানুষের পক্ষেই ইলিশের স্বাদ নেয়া সম্ভব হচ্ছে না। দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আসছে বড় বড় সাইজের ইলিশ। তবে জন্মাষ্টমীর কারণে ইলিশের দাম একটু বেশি। বাজার তদাররিক না থাকায় ব্যবসায়ীরা তাদের ইচ্ছামতো ইলিশের দাম নির্ধারণ করছেন।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে রেল স্টেশনের পাশে দেখা গেল, বহু গাড়ি পার্কিং করে রাখা হয়েছে। নারী-পুরুষ অনেকেই শুধু চাঁদপুরের ইলিশ নিজে দেখে পছন্দ করে কেনার জন্য এসেছেন। ঢাকা থেকে গাড়ি নিয়ে ইলিশ কিনতে আসা মো. সোহাগ বলেন, ‘৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ কিনেছি। দাম নিয়েছে প্রতি কেজি ৭৮০ টাকা। প্যাকিং খরচসহ ৮০০ টাকা পড়েছে প্রতি কেজি। তবে আগের চাইতে দাম বেশি।’

একই সঙ্গে ইলিশ কিনতে আসা আবদুল মান্নান বলেন, ঢাকা থেকে শুনেছি চাঁদপুরে ইলিশের দাম কম। কিন্তু এখানে এসে দেখি ঢাকার চাইতে বেশি দাম। তারপরেও কিনেছি। খেয়ে বুঝতে পারব, চাঁদপুরের নাকি সাগরের ইলিশ।’

লঞ্চে করে ঢাকা থেকে চাঁদপুর ইলিশ কিনতে এবং ঘুরতে এসেছেন বেশ কয়েকজন যুবক।

এর মধ্যে শিহাব হায়দার রাকিব নামে একজন জানান, ইলিশ নিয়ে চাঁদপুর ব্র্যান্ডিং। ইলিশের কারণে চাঁদপুর দেশ ও বিদেশে পরিচিত। তাই ইলিশের আসল স্বাদ নেওয়ার জন্য এসেছি। দাম ভালো হলে ইলিশ কেনা হবে।

জানা যায়, এই মাছঘাটে ৫০টির অধিক মৎস্য আড়ত আছে। এছাড়া ইলিশের ভরা মৌসুম হওয়ার কারণে খুচরা বিক্রেতা আরও কমপক্ষে ৫০ জন। অনলাইনেও অনেকে ইলিশ বিক্রি করেন। তবে বেশ কয়েকজন খুচরা ইলিশ বিক্রেতার সঙ্গে কথা বলে দামের তারতম্য পাওয়া গেছে। একই ইলিশ প্রতি কেজি ২০০ থেকে ৩০০ টাকা কম-বেশি দরে বিক্রি করছেন অনেকে। জেলা সদরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান থাকলেও মাছঘাটে কোনো অভিযান নেই। এখানকার ব্যবসায়ীরাই তাদের মাছের দাম নির্ধারণ করেন।

মাছঘাটের পাইকারি ও খুচরা ইলিশ বিক্রেতা দেলোয়ার হোসেন বলেন, ‘গত এক সপ্তাহে ইলিশের দাম কিছুটা কমছিল। আজ (বুধবার) জন্মাষ্টমীর বন্ধ থাকার কারণে খুচরা ইলিশ ক্রেতার সংখ্যা অনেক বেশি। ইলিশও আজকে আমদানি কিছুটা কম হয়েছে। যার কারণে প্রতি মণ ইলিশ ৫ থেকে ৭ হাজার টাকা দাম বেড়েছে।’

তিনি আরও বলেন, ‘গতকাল (মঙ্গলবার) এক কেজি ওজনের ইলিশ ছিল ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৩৫০ টাকা। আজকে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৪৫০ টাকা বিক্রি হচ্ছে। দুই কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকা।’

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক হাজি শবেবরাত বলেন, ‘আমাদের চাঁদপুরে সাগরের ইলিশ আসে না। হাতিয়া, রামগতি ও আলেকজেন্ডার থেকে ইলিশ আসে। সাইজ অনুসারে দাম কম বেশি হয়। প্রতিদিনই ইলিশের দাম ওঠানামা করে। গত এক সপ্তাহে গড়ে প্রতিদিন ১০০ থেকে ১৫০ মণ ইলিশ আমদানি হচ্ছে।’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, বাজার তদারকিতে কোনো অভিযান পরিচালনা করা হয়নি। তবে ব্যবসায়ীদের ইতিপূর্বে সতর্ক করে দেওয়া হয়েছে। তারা না মানলে শিগগিরই অভিযান চালানো হবে।

আরও পড়ুন