মুক্তি পেতে চলেছে বিশ্বখ্যাত সুপারস্টার টম ক্রুজ অভিনীত ‘মিশন ইম্পসিবল – ডেড রেকনিং : পার্ট ওয়ান’। মুক্তি পাবে ভারতেও। ভারতে এই সুপারস্টারের অসংখ্য ভক্ত অনুরাগী রয়েছেন।
মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজির সপ্তম সেশন ‘মিশন ইম্পসিবল – ডেড রেকনিং : পার্ট ওয়ান’ । সিনেমাটির পরিচালক ক্রিস্টোফার ম্যাককুয়ারি।১২ জুলাই মুক্তি পাবে।
বলিউডের বক্স অফিসেও রাজত্ব করেন টম ক্রুজ। তাই নিজের মুক্তি প্রতীক্ষিত সিনেমা প্রেমীদের বিশেষ বার্তা দিলেন এ অভিনেতা।
সম্প্রতি এই সিনেমা প্রচারে স্থানীয় সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে টম ক্রুজ হিন্দিতে সাবলীলভাবে কথা বলেন। সে মুহূর্তের ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল।
ভারতীয় সংবাদ মাধ্যম পিঙ্কভিলার মাধ্যমে জানা যায়, ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, টম ক্রুজের কাছে স্থানীয় সাংবাদিক হিন্দি ভাষা শুনতে চায়। তখন বিচলিত না হয়ে অনেকটা সাবলীলভাবেই হিন্দি ভাষায় কথা বলেন টম। নমস্কার, আপনি কেমন আছেন, এ লাইন হিন্দিতে এত সুন্দরভাবে টম বলেন যে ভরাতীয় দর্শকরা সে ভিডিও দেখে রীতিমতো অবাক হয়ে যান।
এদিকে ভিডিওটি দেখে চমকে গেছেন ভক্তরাও। এতো সুন্দর করে হিন্দিতে কথা বলায় ভারতীয় ভক্তরা প্রশংসার জোয়ারে ভাসাচ্ছেন আন্তর্জাতিক এই সুপারস্টার টম ক্রুজ।