
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও আশুগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক পাচারকারী নারীকে গ্রেফতার করেছে। অভিযানে ৮ হাজার পিস ইয়াবা ও ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
আখাউড়া থানার অভিযানে গ্রেফতারকৃত আসামীর নাম হনুফা বেগম (৪২)। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৬ মার্চ) আখাউড়া থানার ২নং ধরখার ইউপিস্থ ধরখার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ।
এসময় হনুফার কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই দিনে আশুগঞ্জ থানার অভিযানে গ্রেফতারকৃত আসামীর নাম জোহেরা বেগম (৩০)। গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানার লালপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় জোহেরার বাড়ি থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উভয় ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।