ডিসেম্বর ১১, ২০২৪

বুধবার ১১ ডিসেম্বর, ২০২৪

ব্রাহ্মণপাড়ায় সরকার পদত্যাগে ছাত্রজনতার বিজয় উল্লাস মিছিল ও মিষ্টি বিতরণ

ব্রাহ্মণপাড়ায় সরকার পদত্যাগে ছাত্রজনতার বিজয় উল্লাস মিছিল ও মিষ্টি বিতরণ
ব্রাহ্মণপাড়ায় সরকার পদত্যাগে ছাত্রজনতার বিজয় উল্লাস মিছিল ও মিষ্টি বিতরণ। ছবি: প্রতিনিধি

বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের অংশ হিসাবে সরকার পদত্যাগ করায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিজয় উল্লাস মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুর থেকেই উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজয়ের অপেক্ষা করতে থাকে ছাত্র-জনতাসহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দরা

যখনই শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করার খবর চারদিকে ছড়িয়ে পড়ে তখনই বিজয়ের উল্লাসে মেতে উঠে ছাত্রজনতাসহ বিভিন্ন সংগঠনের কয়েক হাজার জনতা।

একে একে বিজয় মিছিল নিয়ে আসতে শুরু করে হাজার হাজার লোকজন। পরে একত্রে জড়ো হয়ে সদরের গোল চত্বরে সমাবেশ করে উপস্থিত ছাত্র জনতা।

পরে সকলের মাঝে কয়েকশত মিষ্টি বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। এই বিজয়ে উপজেলার সর্বস্তরের জনগণ স্বস্তি প্রকাশ করেছে।