ডিসেম্বর ১১, ২০২৪

বুধবার ১১ ডিসেম্বর, ২০২৪

ব্রাহ্মণপাড়ায় বিআরডিবি চেয়ারম্যানের স্মরণে আলোচনা ও মিলাদ মাহফিল

ব্রাহ্মণপাড়ায় বিআরডিবি চেয়ারম্যান মরহুম আব্দুস সামাদের স্মরণে আলোচনা ও মিলাদ মাহফিল
ব্রাহ্মণপাড়ায় বিআরডিবি চেয়ারম্যান মরহুম আব্দুস সামাদের স্মরণে আলোচনা ও মিলাদ মাহফিল। ছবি: প্রতিনিধি

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর (বিআরডিবি ভুক্ত) এর ব্যবস্থাপনা কমিটির সাবেক চেয়ারম্যান মরহুম মোঃ আব্দুস সামাদ এর স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় বিআরডিবি’র প্রশিক্ষণ হল রুমে ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটি ও বিআরডিবি’র কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। এতে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মোঃ শফিকুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন।

এসময় বিআরডিবি ভাইস চেয়ারম্যান কাজী মোঃ কামাল হোসেন, সাবেক চেয়ারম্যান মাসুদ আলম হায়দার, সমাজসেবক শাহ আলম, অধ্যাপক গোলাম মোস্তফা, মরহুমের বড় ছেলে নবীর হোসেন, কবির আহাম্মদসহ বিআরডিবি কর্মকর্তা, কর্মচারী ও সমবায়ীবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যান মরহুম মোঃ আব্দুস সামাদ এর স্মৃতিচারণ করে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। সবশেষে মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন উপজেলা পরিষদ মডেল মসজিদের মুয়াজ্জিন মাওলানা মোবারক হোসাইন।