সোমবার ২৯ সেপ্টেম্বর, ২০২৫

‎ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতিকের ব্যাপক গনসংযোগ

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

‎ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতিকের ব্যাপক গনসংযোগ/ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কুমিল্লা কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ ওয়ার্ড শাখার আয়োজনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন এর দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে ব্যাপক গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় নাগাইশ বাজার থেকে শুরু করে বিভিন্ন হাট-বাজার ও পাড়া-মহল্লায় এই গনসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুর রহমান সেলিম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোঃ বাছির উদ্দিন (বিএসসি) এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাঈন উদ্দিন সাঈদ।

এসময় মাওলানা ওবায়দুল হক, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মুহাম্মদ কাউছার, মাওলানা আবু বকরসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। গনসংযোগকালে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে লিফলেট বিতরণ করা হয়।

আরও পড়ুন