ডিসেম্বর ৯, ২০২৪

সোমবার ৯ ডিসেম্বর, ২০২৪

ব্রাহ্মণপাড়ায় জটিল ও কঠিন রোগে আক্রান্তদের মাঝে অনুদানের চেক বিতরণ

ব্রাহ্মণপাড়ায় জটিল ও কঠিন রোগে আক্রান্তদের মাঝে অনুদানের চেক বিতরন
ব্রাহ্মণপাড়ায় জটিল ও কঠিন রোগে আক্রান্তদের মাঝে অনুদানের চেক বিতরন। ছবি: প্রতিনিধি

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ২০২৩-২৪ অর্থবছরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদ্‌রোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই অনুদানের চেক বিতরণ করা হয়।

এতে অনুদানের চেক বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল ইসলাম।

এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ কবির আহামেদ এর সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়ন সমাজকর্মী বেলায়েত হোসাইন, আল-আমিন, হাবিবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় বিভিন্ন জটিল ও কঠিন রোগের ৩৭ জনকে ৫০ হাজার টাকা করে ১৮ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।