মঙ্গলবার ৫ আগস্ট, ২০২৫

বেরোবি পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ রশীদুল ইসলাম সাময়িক বরখাস্ত

বেরোবি পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ রশীদুল ইসলাম সাময়িক বরখাস্ত
বেরোবি পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ রশীদুল ইসলাম সাময়িক বরখাস্ত/ছবি: প্রতিনিধি

যৌন হয়রানির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) পরিসংখ্যান বিভাগের একজন নারী শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের আলোকে এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১১৩তম সভার সিদ্ধান্তক্রমে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ অনুযায়ী পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ রশীদুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর নির্দেশক্রমে রবিবার (০৩ আগস্ট ) রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে সাময়িক বরখাস্তের আদেশ প্রদান করা হয়।

আরও পড়ুন