অক্টোবর ১১, ২০২৪

শুক্রবার ১১ অক্টোবর, ২০২৪

বেতন বাড়ল সরকারি কর্মচারীদের, সর্বনিম্ন ১ হাজার টাকা

Salary increased for government employees, minimum 1 thousand Taka
বেতন বাড়ল সরকারি কর্মচারীদের, সর্বনিম্ন ১ হাজার টাকা। ছবি: সংগৃহীত

বেতন বাড়িয়ে সরকারি চাকরিজীবীদের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (১৮ জুলাই) অর্থ মন্ত্রণালয় থেকে ‘বিশেষ সুভিধা’ নামে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

তে রাষ্টপ্রতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান খান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় বেতন স্কেলসমূহের আওতাভুক্ত সরকারি-বেসামরিক, স্ব-সাশিত এবং রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পেনশনভোগী ব্যক্তিবর্গকে ৫ শতাংশ হারে ‘বিশেষ সুভিধা’ প্রদান করা হলো।

এই আদেশ ১ জুলাই থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে। এতে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন এক হাজার টাকা বেতন বৃদ্ধি পাবে। এ ছাড়া পেনশনভোগীদের সর্বনিম্ন ৫০০ টাকা বৃদ্ধি পাবে।