নভেম্বর ২৩, ২০২৪

শনিবার ২৩ নভেম্বর, ২০২৪

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হল খুলে দিতে আল্টিমেটাম শিক্ষার্থীদের

Rising Cumilla -Begum Rokeya University Hall
ছবি: প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবাসিক হলসমূহ খুলে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আবাসিক হল খুলে দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৩টি হল খুলে দিতে হবে। বেরোবির উপাচার্য, প্রক্টর, প্রভোস্ট মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। সেইসঙ্গে মেস মালিকদের নিকট আবেদন থাকবে শিক্ষার্থীদের স্ব স্ব আবাসন পুনরায় উন্মুক্ত করতে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি হল খুলে না দেন, সে হিসাবটাও তোলা রইলো। মনে রাখবেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এমন একটা অবস্থানে আছে যে, বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলনের হট স্পট এই ক্যাম্পাস। শিক্ষার্থীদের সহযোগিতা করবেন, এই আশা করছি।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. বিজন মোহন চাকী বলেন, হল খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। বঙ্গবন্ধু হলের অনেক কিছুই তো ভেঙে দেয়া হয়েছে। এগুলো মেরামত করতেই এক মাস সময় লেগে যাবে।

শেখ ফজিলাতুন্নেছা নেছা মুজিব হলের প্রভোস্ট তামান্না সিদ্দিকা বলেন, সিন্ডিকেট সভার সিদ্ধান্তক্রমে হল বন্ধ হয়েছিল এবং সিন্ডিকেট সভার সিদ্ধান্তেই হল খোলা হবে। তবে সিন্ডিকেট সভা কবে হবে এ বিষয়ে কোন নোটিশ পাইনি এখনো।

বেরোবি উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ বলেন, এই অবস্থা সারা দেশেই। সবাই আবাসিক হল খুলে দিলে আমরাও খুলে দেব।