নভেম্বর ২৩, ২০২৪

শনিবার ২৩ নভেম্বর, ২০২৪

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাময়িকভাবে দলীয় রাজনীতি নিষিদ্ধ

Rising Cumilla -Begum Rokeya University Hall
ছবি: প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রাজনৈতিক সংগঠনের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

রবিবার (১১ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী সাক্ষরিত এক অফিস আদেশের এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ক্যাম্পাসে রাজনৈতিক সংগঠনের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো। পরবর্তী উপাচার্য নিয়োগের পর যথাযথ প্রক্রিয়া বা সরকারি সিদ্ধান্তক্রমে স্থায়ীভাবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে এবং অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।