সেপ্টেম্বর ১৩, ২০২৪

শুক্রবার ১৩ সেপ্টেম্বর, ২০২৪

বিশ্বকাপ ফাইনাল ঘিরে বিপুল আয়োজন, উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী

Narendra Modi Stadium
নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ছবি: সংগৃহীত

আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালের জন্য বিপুল পরিকল্পনা নেওয়া হয়েছে। ফাইনালের দিন নিজের নামের স্টেডিয়ামে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লস্‌।

এছাড়াও, ফাইনালের দিন আরও থাকছে নানা আয়োজন। ভারতীয় বিমানবাহিনীর বিশেষ দল ‘সূর্যকিরণ’ রোববার আকাশে একটি প্রদর্শনী করবে। খেলা শুরু আগে, টসের ঠিক পরেই ভারতীয় বায়ুসেনার নয়টি বিমান উইং কমান্ডার সিদেশ কার্তিকের নেতৃত্বে স্টেডিয়ামের উপর এয়ার শো দেখাবে। ১০ মিনিটের একটি প্রদর্শনী হবে। জাতীয় সঙ্গীতের সময়েও স্টেডিয়ামের উপর দিয়ে উড়ে যাবে বিশেষ বিমান। জাতীয় পতাকা নিয়ে বিমান উড়ানোর পরিকল্পনাও ছিল। তবে তা বাতিল করে দিয়েছে আইসিসি।

প্রথম ইনিংসের শেষেও থাকছে নানা আয়োজন। সব দলের বিশ্বকাপজয়ী অধিনায়কদের আমন্ত্রণ জানানো হয়েছে ফাইনালের দিন। বিসিসিআইয়ের তরফ থেকে তাদের বিশেষ সংবর্ধনা জানানো হবে। কপিল দেব এবং মহেন্দ্র সিংহ ধোনিও রয়েছেন আমন্ত্রিতদের তালিকায়। এ ছাড়া সুরকার প্রীতমের গান গাওয়ার কথা রয়েছে ওই দিন।

আমদাবাদে ম্যাচের আগে, গুজরাতের মুখ্যমন্ত্রী শুক্রবার একটি উচ্চ-পর্যায়ের বৈঠক করে নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং ট্র্যাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তৃত পর্যালোচনা করেছেন। নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত ফাইনালে উঠেছে। গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) অস্ট্রেলিয়া জিতেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২০০৩ সালের পর আবার ভারত এবং অস্ট্রেলিয়া একে অপরের বিরুদ্ধে খেলবে বিশ্বকাপের ফাইনালে।  সূত্র: আনন্দবাজার