অক্টোবর ৪, ২০২৪

শুক্রবার ৪ অক্টোবর, ২০২৪

বিলাসবহুল বাড়ি কিনে ফের আলোচনায় এলেন উর্বশী

বিলাসবহুল বাড়ি কিনে ফের আলোচনায় এলেন উর্বশী
বিলাসবহুল বাড়ি কিনে ফের আলোচনায় এলেন উর্বশী। ছবি: সংগৃহীত

বলিউড নায়িকা উর্বশী রাওতেলার রহস্যময় পোস্ট বা কখনও ক্রিকেট তারকাদের সঙ্গে নাম জড়িয়ে প্রায়ই শিরোনামে চলে আসেন। এবার বিলাসবহুল বাড়ি কিনেছেন উর্বশী।কত দাম বাড়িটির?

১৯০কোটি টাকা দিয়ে বাড়িটি কিনেছেন তিনি। মুম্বাইয়ে জুহু এলাকায় প্রয়াত পরিচালক যশ চোপড়ার বাড়ির ঠিক পাশের বাড়িটিই কিনেছেন উর্বশী।বিশাল বাগান রয়েছে তার বাড়িটি সামনে। ব্যক্তিগত জিমও রয়েছে বাড়ির ভেতরে। সঙ্গে বিশাল উঠান।

গত ৭ মাস ধরে নাকি এমন এক বাড়ির খোঁজ করে চলেছিলেন উর্বশী। নতুন বাড়ির নামও রহস্যাবৃতই।তিনি কাউকে না জানিয়ে নতুন বাড়িতে চলে এসেছেন। যদিও সে বাড়ির মূল্য সকলেই জানেন। মনের মতো বাড়িটি কিনতে তার কোটি টাকা লেগেছে।

জুহুতে প্রায় ১০টিরও বেশি বাংলো দেখে বাতিল করেছেন তিনি।এই জুহুকে সেলেব পাড়া বললেও ভুল হয় না রোশনের মত তারকারা। এমনকি অক্ষয় কুমার-টুইঙ্কল খান্নার সমুদ্রমুখী বাংলোও রয়েছে জুহুতে, আবার ওই এলাকাতেই রয়েছে অনিল কাপুরের বাংলো।