
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন ঘরোয়াভাবেই বিয়ে সেরে ফেলেছেন।তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি প্রকাশ করেন।
শুক্রবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করে সুখবরটি জানিয়েছেন ফারিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের জন্য দোয়া করবেন।’
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে কাকে বিয়ে করেছেন সে বিষয়ে কিছু উল্লেখ করেননি ফারিয়া। তবে পোস্টে একজনের কমেন্টের জবাবে ফারিয়া জানান, ঘরোয়াভাবেই কাবিন সম্পন্ন হয়েছে।
এদিকে ২০২১ সালের ফেব্রুয়ারিতে জানা গিয়েছিল বাগদান সেরেছেন ফারিয়া। চার বছরের প্রেমের পর প্রেমিক মাহফুজ রায়ানের সঙ্গে আয়োজন করেই বাগদান সেরেছিলেন। এবং সেসময় গণমাধ্যমকে ফারিয়া বলেছিলেন, ‘কয়েক বছর ধরেই আমরা একে অপরকে জানি।
অবশেষে দুজন এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ বছরের শেষের দিকে বিয়ের অনুষ্ঠান করব। দুই পরিবারের সম্মতিতেই আমাদের বাগদান সম্পন্ন হয়েছে।’










