যৌতুক দাবি করায় বরকে গাছে বেঁধে রাখার অভিযোগ উঠেছে এক কনে পরিবারের বিরুদ্ধে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার আগেই যৌতুক চেয়ে বসলেন পাত্র। আর এতেই ক্ষেপে যায় পাত্রীপক্ষ।
গত মঙ্গলবার ভারতের উত্তর প্রদেশে ঘটেছে এ ঘটনা। খবর ইন্ডিয়া টুডের।
প্রতিবেদনে বলা হয়, পাত্রের নাম অমরজিৎ বার্মা। মালাবদলের ঠিক আগেই তিনি পাত্রীপক্ষের কাছে যৌতুক দাবি করেন। এমনকি তিনি হুঁশিয়ারি দেন, যৌতুক না দিলে বিয়ে করবেন না। আর তাতেই মেজাজ হারিয়ে ফেলে পাত্রীপক্ষ।
বিয়ের মঞ্চেই দুপক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এরপরই পাত্রীর বাড়ির লোকেরা অমরজিৎ এবং তার আত্মীয়স্বজনদের আটকে রেখে দেন। এরপরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। একপর্যায়ে বরকে গাছে বেঁধে রাখে কনের পরিবার। এই ঘটনার ভিডিও দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
পরবর্তীতে পুলিশ এসে অমরজিতকে উদ্ধার করে এবং হেফাজতে নিয়ে যায়।
তবে ভারতের স্থানীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সূত্রপাত সেলফি তোলাকে কেন্দ্র করে। পাত্রীর সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন অমরজিতের বন্ধুরা। কিন্তু পাত্রী তাতে সায় দেননি। এরপরই পাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেন অমরজিতের বন্ধুরা।