জানুয়ারি ১৮, ২০২৫

শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫

বিয়ের আগেই দ্বিতীয় সন্তানের মা হলেন পপ তারকা রিয়ানা

Pop star Rihanna is the mother of a second child before marriage
বিয়ের আগেই দ্বিতীয় সন্তানের মা হলেন পপ তারকা রিয়ানা। ছবি: সংগৃহীত

জনপ্রিয় মার্কিন পপতারকা রিহানা আবারও মা হলেন। কয়েক দিন আগে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন গায়িকা। সন্তানের জন্মের সময় রিহানার পাশে ছিলেন প্রেমিক ও জনপ্রিয় র‌্যাপার এসাপ রকি। সন্তান ও রিয়ানা দুজনেই সুস্থ রয়েছেন।

দীর্ঘ দিনের বন্ধু এসাপ রকির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন জনপ্রিয় রিহানা। ২০২২ সালে একটি পুত্রসন্তান জন্ম দিয়েছেন এই গায়িকা। এ জুটির এটি প্রথম সন্তান। এবার তাদের পরিবারে যুক্ত হলো কন্যা সন্তান।

দ্বিতীয় সন্তানের জন্মের আগেই এসাপ রকির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চেয়েছিলেন রিহানা। নিজের জন্মস্থান বার্বাডোজে রকির সঙ্গে বিয়ে করতে চান পপ তারকা। চলতি বছরে লস অ্যাঞ্জেলেসে আইনি মতে বিয়ের পরেই নাকি বার্বাডোজে জমকালো বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা ছিল এই যুগলের। তবে তার আগেই সন্তানের জন্ম হওয়ায় হয়তো বিয়ের অনুষ্ঠান পিছিয়ে যেতে পারে।