ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

বিপিএল প্লে-অফ ও ফাইনালের টিকিটমূল্য বৃদ্ধি!

Bangladesh Premier League (BPL) franchises 2024
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)।গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

বিপিএলের দশম আসরের প্লে-অফ ও ফাইনালের টিকিটমূল্য বৃদ্ধি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার টুর্নামেন্টের নতুন টিকিটমূল্য ঘোষণা করে বিসিবি।

নতুন নির্ধারিত টিকিটমূল্য অনুসারে, গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ২৫০০ টাকায়, ভিআইপি স্ট্যান্ডের ১৫০০ টাকায়, ক্লাব হাউজের ৮০০ টাকায়, নর্থ/সাউথ স্ট্যান্ডের ৫০০ টাকায় এবং ইস্টার্ন স্ট্যান্ডের ৩০০ টাকায়।

এর আগে গ্রুপ পর্বের ম্যাচের জন্য ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ছিল ২০০ টাকা, নর্থ ও সাউথ স্ট্যান্ডের ৪০০ টাকা, ক্লাব হাউজের ৬০০ টাকা, ভিআইপি স্ট্যান্ডের ১০০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের ২০০০ টাকা।

আজ শনিবার থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। এছাড়া টিকিট কেনা যাবে অনলাইনেও।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বুথ ছাড়াও, টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট বুথে। টিকিট বিক্রি চলবে ম্যাচের দিন ও তার আগের দিন।