ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

বিটিসিএলএফ জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার নবীনবরণ অনুষ্ঠিত

বিটিসিএলএফ জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার নবীনবরণ অনুষ্ঠিত
বিটিসিএলএফ জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার নবীনবরণ অনুষ্ঠিত। ছবি: প্রতিনিধি

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪-২০২৫ কার্যবর্ষের নতুন সদস্যদের নিয়ে নবীন বরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে ভার্চুয়াল মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত হতে নবীন সদস্যরা যুক্ত হয় এই আয়োজনে।

অত্র শাখার সভাপতি মোহাম্মদ রায়হান উদ্দিন ছিদ্দীকির সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও সাবেক সভাপতি লাইজু আক্তার। আয়োজনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাখার সাবেক সভাপতি ও উপদেষ্টা আজহার মাহমুদ, কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ও জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক রিদ্ওয়ান আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন এস এম রাইহান উদ্দিন এবং গীতা পাঠ করেন অর্পিতা চক্রবর্তী। স্বাগত বক্তব্যে শাখার সাধারণ সম্পাদক তানজিদ শুভ্র ফোরামের বিস্তৃতি তুলে ধরে নবীন সদস্যদের শুভেচ্ছা জানান।

আলোচক আজহার মাহমুদ তার বক্তব্যে নবীন সদস্যদের স্বাগত জানিয়ে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রিদ্ওয়ান আহমদ তার বক্তব্যে পাঠাভ্যাসে মনোযোগী হওয়ার গুরুত্ব আলোচনা করেন। লাইজু আক্তার তার বক্তব্যে সদস্যদের লেখালেখির বিষয়ে পরামর্শ দেন এবং সদস্যদের বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।

আলোচনা পর্ব শেষে কয়েকজন নতুন সদস্য তাদের অভিব্যক্তি প্রকাশ করে। আর প্রশ্নোত্তর পর্বে আলোচ্য বিষয়ে প্রশ্নের মাধ্যমে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে জানতে পারেন।

সভাপতির সমাপনী বক্তব্যে শাখার কার্যক্রম, ভবিষ্যৎ ভাবনা তুলে ধরেন। নবীনদের স্বাগত জানানোর পাশাপাশি অতিথি, আলোচক, কমিটির সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

নবীনবরণ অনুষ্ঠানে সাইমা শুভ্রর কণ্ঠে কবিতা আবৃত্তি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখার সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু ছাকিব মোঃ নজমুল হক সায়েম আর কারিগরি সহায়তা করেন ভূঁইয়া শফি।

নবীন সদস্যদের নিয়ে এই আয়োজন তাদের লেখালেখি, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।