এপ্রিল ১৯, ২০২৫

শনিবার ১৯ এপ্রিল, ২০২৫

বিজয় দিবস উপলক্ষে নতুন ক্যাম্পেইন চালু করল টিকটক

TikTok has launched a new campaign on the occasion of Victory Day
টিকটক চালু করেছে ‘আমার বাংলাদেশ’ ক্যাম্পেইন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে টিকটক চালু করেছে ‘আমার বাংলাদেশ’ ক্যাম্পেইন। ডিসেম্বর মাস জুড়ে চলবে ক্যাম্পেইনটি। বাংলাদেশিদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের জয় উদযাপন করতে টিকটক এই উদ্যোগ নিয়েছে।

‘আমার বাংলাদেশ’ হ্যাশট্যাগ ক্যাম্পেইনের লক্ষ্য হচ্ছে, বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য এবং সংস্কৃতির জন্য একটি ডিজিটাল জায়গা তৈরি করা। একই সাথে এর মধ্য দিয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো।

ক্যাম্পেইনে দেশের ঐতিহ্য এবং শহরগুলোর সৌন্দর্য নিয়ে নানা গল্প টিকটকে তুলে ধরতে উৎসাহিত করা হচ্ছে। বিভিন্ন শহর নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে ব্যবহার করা যাবে টিকটক অ্যাপের লোকেশন ট্যাগিং এবং পয়েন্টস অফ ইন্টারেস্ট (পিওআই) ফিচার।

গত ১৬ ডিসেম্বর পর্যন্ত ‘আমার বাংলাদেশ’ ক্যাম্পেইনে ৫৯৪.৫ মিলিয়ন হ্যাশট্যাগ ভিউ হয়েছে, যেখানে দেখা গিয়েছে জাতীয় ঐতিহ্যের নানা উদযাপন।

দেশীয় সংস্কৃতি এবং এর উদযাপন তুলে ধরার জন্য টিকটক একটি জায়গা তৈরি করে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। ‘আমার বাংলাদেশ’ ক্যা¤েপইনটির মাধ্যমে, টিকটক বাংলাদেশের ইতিহাসকে স্মরণ করছে এবং বিশ্বের কাছে দেশের সংস্কৃতিকে প্রচার করছে