বর্তমান জাতীয় সংসদ বিলুপ্ত করতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার (৬ আগস্ট) এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।
ওই ভিডিও বার্তায় নাহিদ ইসলাম বলেন, ‘আজ বিকেল ৩টার মধ্যে সংসদ ভেঙে না দিলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।’
তিনি আরও বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি গতকাল সোমবার (৫ আগস্ট) বলেছিলেন অনতিবিলম্বে জাতীয় সংসদ বিলুপ্ত করবে। কিন্তু আমরা এখনো দেখছি একটি অভ্যুত্থানের পরও জাতীয় সংসদ রয়ে গেছে। তাই আমরা ঘোষণা করছি দুপুর ৩টার মধ্যে এই জাতীয় সংসদের বিলুপ্তি ঘোষণা করতে হবে। যদি ৩টার মধ্যে এই ঘোষণা না আসে তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব।’