ডিসেম্বর ১১, ২০২৪

বুধবার ১১ ডিসেম্বর, ২০২৪

বাবা হলেন চিত্রনায়ক জিয়াউল রোশান

বাবা হলেন চিত্রনায়ক জিয়াউল রোশান
বাবা হলেন চিত্রনায়ক জিয়াউল রোশান। ছবি: সংগৃহীত

কন্যা সন্তানের বাবা হলেন চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক জিয়াউল রোশান। বুধবার রাত ১০টা ৫৪ মিনিটে তিনি ফেসবুকে জানালেন বাবা হওয়ার খবর। সঙ্গে নবজাতকের চারটি ছবি শেয়ার করেছেন তিনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রোশান বলেন, ‘বর্তমানে মা ও মেয়ে দু’জনই সুস্থ আছেন। তবে মেয়ের নাম এখন ঠিক করা হয়নি।তবে শিগগিরই আকিকার অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে মেয়ের নাম জানাবো।

রোশান আরো বললেন, “বাবা হওয়ার অনুভূতি সত্যি অন্যরকম, যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি সেই অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি।” এবং সকলে আমার কন্যাসন্তানের জন্য দোয়া করবেন।