ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

বাইস্ট ল’ ক্লাবের উদ্বোধনী সভা অনুষ্ঠিত

Rising Cumilla - law club meeting of Bangladesh Army International University of Science and Technology was held
ছবি: প্রতিনিধি

গতকাল রোববার (৩ নভেম্বর) বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির (বাইউস্ট) আইন বিভাগে ল’ ক্লাবের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় আইন বিভাগের সহযোগী অধ্যাপক এবং ক্লাব উপদেষ্টা ড. মোঃ নাঈম আলিমুল হায়দার ক্লাবের সদস্যদের অনুপ্রাণিত করেন এবং একজন সুশৃঙ্খল ও দায়িত্বশীল আইনজীবী হিসেবে গড়ে ওঠার জন্য দিকনির্দেশনা প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর জোর দেন এবং ক্লাবের সকল সদস্যকে ইতিবাচকভাবে জ্ঞান অর্জনের আহ্বান জানান।

এদিকে অনুষ্ঠানের শুরুতেই ল’ ক্লাবের সভাপতি মোঃ ইমতিয়াজ শাহিন বক্তব্য রাখেন। তিনি বলেন, ল’ ক্লাবের ভূমিকা, লক্ষ্য এবং কার্যক্রমের ওপর আলোকপাত করেন এবং ভবিষ্যতে ক্লাবের সদস্যদের সাথে মিলেমিশে ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রোগ্রাম কোঅর্ডিনেটর ও প্রভাষক মোঃ শামীম আহমেদ। তিনি বলেন, শিক্ষার্থীদের পেশাগত জ্ঞান এবং দক্ষতা উন্নয়নের জন্য এই ক্লাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এছাড়া সহকারী অধ্যাপক মিসেস রেজওয়ানা করিমও বক্তব্য প্রদান করেন। তিনি ক্লাবের প্রতিষ্ঠা এবং এর প্রয়োজনীয়তার বিষয়টি উল্লেখ করেন এবং ক্লাব সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান।

সভায় ক্লাবের সাধারণ সম্পাদক সায়মা আলমগীর লিজা তার বক্তব্যে ক্লাবের কার্যক্রম এবং সদস্যদের মধ্যে সেতুবন্ধন তৈরিতে ক্লাবের ভূমিকা তুলে ধরেন।

তিনি বলেন, ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে জ্ঞান শেয়ার করবে এবং সহযোগিতামূলকভাবে ক্লাবকে আরও শক্তিশালী করবে।

সভা শেষে বাইস্ট প্লাজায় একটি ফটো সেশন ও আইন বিভাগের সকল শিক্ষকমণ্ডলী, ডিন এবং ক্লাবের সকল সদস্য একত্রে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানটি।