এপ্রিল ১৮, ২০২৫

শুক্রবার ১৮ এপ্রিল, ২০২৫

বাইউস্ট ইইই বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থীদের উদ্বোধন হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেইনিং

Inauguration of the final year students of Baiust EEE Department is Industrial Training

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), ইইই– এর শেষ বর্ষের (১১ তম ব্যাচ) শিক্ষার্থীদের তিন সপ্তাহব্যপী ইন্ডাস্ট্রিয়াল ট্রেইনিং গত শনিবার (২৫ মে) হতে নরসিংদী জেলার পলাশ উপজেলায় অবস্থিত ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (টি আই সি আই) তে শুরু হয়েছে।

টি আই সি আই অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইউস্ট-এর ইইই বিভাগের সহকারী অধ্যাপক এবং প্রক্টর মোঃ নিয়াজ মোরশেদুল হক।

তিনি বাইউস্ট শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেইনিং এর সুযোগ প্রদানের জন্য টি আই সি আই কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে বাইউস্টের একাডেমিক নানাবিধ কাজে টি আই সি আই– এর সাথে যোগসূত্র অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।