অক্টোবর ১১, ২০২৪

শুক্রবার ১১ অক্টোবর, ২০২৪

বাইউস্টের চতুর্দশ অ্যাকাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

Fourteenth Academic Council meeting of Bangladesh Army International University of Science and Technology (BIUST) held
ছবি: রাইজিং কুমিল্লা

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)-এর চতুর্দশ অ্যাকাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল হক, পিএসসি, পিএইচডি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিষয় সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য- দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন, চুয়েট-এর ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মাদ শামসুল আরেফিন, সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন প্রফেসর ড. ফারহানা হেলাল মেহতাব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. জহির বিন আলম, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. জি এম জাহিদ হাসান, বাইউস্টের কর্নেল প্রফেসর মো. মোশাররফ হোসেন মিয়া (অব.), প্রফেসর ড. মো. শাফি উদ্দিন মিয়া, প্রফেসর ড. মো. কমিজ উদ্দিন আহমেদ (আলম), রেজিস্ট্রার কর্নেল মো. বদরুল আহসান, পিএসসি (অব.), বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ এবং বিভাগীয় প্রধানগণ অংশগ্রহণ করেন।