বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু আজ মঙ্গলবার। বাংলাদেশ-আয়ারল্যান্ড মধ্যকার ওয়ানডে তিন ম্যাচের সিরিজ বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না। চেমসফোর্ডে আজ (৯ মে) বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।
ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর হলো, বিনামূল্যেই বাংলাদেশ-আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজ দেখা যাবে। ইন্টারনেট থাকলেই ‘আইসিসি টিভি’তে দেখা যাবে দুই দলের লড়াই। এজন্য কোনো টাকা দিতে হবে না।
বিসিবি জানিয়েছে, বাংলাদেশের সমর্থকেরা আয়ারল্যান্ড সিরিজের খেলা আইসিসি টিভি ওয়েবসাইটে দেখতে পারবেন। এই ওয়েবসাইটের নিবন্ধনে টাকা লাগবে না। যারা নতুন এই চ্যানেল ব্যবহার করে খেলা দেখবেন, তাদের জন্য নিবন্ধন-প্রক্রিয়াও জানিয়েছে বিসিবি। আইসিসি ডট টিভির কোনো ভিডিওতে ক্লিক করলেই নিবন্ধনের প্রক্রিয়া চলে আসবে এবং সেখানে অ্যাকাউন্টও করা যাবে বিনামূল্যে।
যাদের আগেই এই চ্যানেলে নিবন্ধন করা আছে তাদের নতুন করে নিবন্ধন করতে হবে না। চ্যানেলে সাইন ইন করে ঢুকলেই খেলা দেখা যাবে।
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯, ১২ ও ১৪ মে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে চেমসফোর্ডে।