ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ হলেন সালাউদ্দিন

RisingCumilla.Com - Mohammad Salahuddin
মোহাম্মদ সালাউদ্দিন। ছবি: সংগৃহীত

জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ সালাউদ্দিন।

আজ মঙ্গলবার সিনিয়র সহকারী কোচ পদে তাকে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাংলাদেশ দলের সঙ্গে কাজ শুরু করবেন তিনি।

বিসিবি আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত তার সঙ্গে চুক্তি হয়েছে। সালাউদ্দিন বাংলাদেশের সহকারী কোচ ছিলেন ২০০৬ থেকে ২০১০ অব্দি। এবার সিনিয়র সহকারী কোচ হয়ে ফিরলেন জাতীয় দলে।

কোচ হিসেবে প্রায় ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে সালাহউদ্দিনের। যিনি সাকিব আল হাসানসহ অনেক তারকা ক্রিকেটারের গুরু। প্রিমিয়ার ক্রিকেট লিগ ও বিপিএলে একজন সফল কোচদের একজন তিনি। তার অধীনেই বিপিএলে চারবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

অবশ্য চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর থেকেই সালাউদ্দিনের জাতীয় দলে কাজ করা নিয়ে কথা শোনা যাচ্ছিল। যদিও বিসিবি দেশীয় হেড কোচ নিয়োগ না দিয়ে চেনা পথে হাঁটে। প্রধান কোচ হিসেবে নিয়োগ পান ক্যারিবীয় ফিল সিমন্স। এবার তার সহকারী হিসেবে জাতীয় দলে আসলেন সালাউদ্দিন।

সালাউদ্দিন বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ হিসেবে ২০১০-১১ সালে কাজ করেন। ২০১৪ সালে বিশ্বকাপ ক্রিকেট লিগ-৪ এর জন্য সিঙ্গাপুরের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান তিনি। অস্ট্রেলিয়ায় এসিসি ক্রিকেটের লেভেল-৩ কোচিংয়ের-ও স্বীকৃতি পেয়েছেন।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ সহকারী কোচ নিযোগ প্রসঙ্গে বলেন, ‘আমি যখন বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করি, আমি জাতীয় দলের কোচিং প্যানেলে অবদান রাখার জন্য যোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। প্রতিভা ও অভিজ্ঞতার সম্ভার মিলিয়ে সালাউদ্দিন ছিলেন একজন আদর্শ প্রার্থী। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আরও দক্ষ বাংলাদেশি কোচদের কোচিং প্যানেলে একত্রীভূত করার এখন সময় এসেছে।’