ডিসেম্বর ১১, ২০২৪

বুধবার ১১ ডিসেম্বর, ২০২৪

বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Rising Cumilla - The 125th anniversary of Cumilla Victoria College was celebrated in a colorful event
ছবি : সংগৃহীত

বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে দিবসটি উপলক্ষে নগরীর কান্দিরপাড় উচ্চ মাধ্যমিক শাখা থেকে বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীর লিবার্টি মোড়, পূবালী চত্বর হয়ে কলেজের জামতলায় এসে শোভাযাত্রাটি শেষ হয়।

এই শোভাযাত্রায় কলেজের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৫০০ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবীন প্রবীণ শিক্ষার্থীদের এক মিলনমেলা বসে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ৫৬তম অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঞা।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঞা বলেন, ‘রায়বাহাদুর আনন্দচন্দ্র রায় ১৮৯৯ সালে এ কলেজ প্রতিষ্ঠা করেন। ভিক্টোরিয়া কলেজ বৃহত্তর কুমিল্লা অঞ্চলের আলোক বর্তিকা। শিক্ষার আলো দিন দিন বাড়াতে ভিক্টোরিয়া পরিবার দৃঢ়প্রতিজ্ঞ। আমরা সবার সহযোগিতা চাই।’

এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবদুল মজিদ, শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মোহাম্মদ গোলাম সোহরাব হাসানসহ কলেজের ৯টি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।