মে ২২, ২০২৫

বৃহস্পতিবার ২২ মে, ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নেতৃত্বে মেহেদী – নাফিস

Mehedi-Nafis lead Barisal University Debating Society
ছবি: প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (বিইউডিএস) এর ৮ম কার্যনির্বাহী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান সোহাগ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাফিস মুহাম্মদ মিকাইল।

বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম চলে। এরপর বিকাল ৫টা ২০ মিনিটের দিকে ফলাফল ঘোষণা করা হয়। মোট ১৮৩ জন সদস্য ভোটারের মধ্যে ১৫৪ জন ভোটার ভোট প্রদান করেন।

সভাপতি পদে মো. মেহেদী হাসান সোহাগ ১২৫ এবং সাধারণ সম্পাদক নাফিজ মুহাম্মদ মিকাইল ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকা পালন করেন বাপ্পি শিকদার । এছাড়াও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে সাইফুল ইসলাম খান সিফাত ও আরিফা জামান লিজা।

প্রধান নির্বাচন কমিশনার বাপ্পি শিকদার বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র চর্চার অন্যতম একটি উদাহরণ হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নির্বাচন যেখানে প্রতিটি সদস্য নিজস্ব ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজের অধিকারের বিষয়টি ফুটিয়ে তোলেন। এ সময় তিনি সকল সদস্য ও বিতার্কিকদের একত্রে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন