ডিসেম্বর ১১, ২০২৪

বুধবার ১১ ডিসেম্বর, ২০২৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক আটক

Rising Cumilla - Killer bus driver arrested in connection with the death of a student of Barisal University
ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক মো. নুরুল ইসলাম গ্রেপ্তার হয়েছে।

শুক্রবার রাত ১২ টায় চালককে পটুয়াখালী খাসেরহাট গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বাসের ধাক্কায় নিহত হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মায়েশা ফওজিয়া মিম। তিনি ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী।

উপ-পুলিশ কমিশনার আলী আশরাফ ভূঁঞা জানান, আমরা চালককে আটক করেছি। তাকে আইনের মাধ্যমে যথাযথ শাস্তি প্রদান করা হবে।