বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের সেবা দেওয়ার জন্য রয়েছে একটিমাত্র অ্যাম্বুলেন্স। এই তীব্র দাবদাহে অ্যাম্বুলেন্সের এসি নষ্ট থাকায় ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের একটিমাত্র অ্যাম্বুলেন্সের এসিটা নষ্ট হয়ে রয়েছে অনেকদিন। অ্যাম্বুলেন্সের ভিতরে নেই ফ্যানের ব্যবস্থাও। এসি নষ্ট থাকায় এর ভিতরে প্রচন্ড তাপে অসুস্থ শিক্ষার্থীরা আরও বেশি ভোগান্তির সম্মুখীন হচ্ছেন, বলে অভিযোগ শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, এই তীব্র গরমে অ্যম্বুলেন্সের এসি অকেজো এর মধ্য অসুস্থ রোগী আরও বেশি অসুস্থ হয়ে পড়ার উপক্রম তৈরি হয়। সাথে সাথে রোগীর সাথে সুস্থ যারা থাকেন তাদেরও পড়তে হয় চরম ভোগান্তিতে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত তারা যেন এটির সমাধান করেন।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের ম্যানেজার সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান বলেন, অ্যাম্বুলেন্সের এসি ঠিক করার ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন। আজকেই এসিটা ঠিক করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, এর আগেও অ্যাম্বুলেন্সের অক্সিজেনসহ অন্যআন্য জিনিস নষ্ট হলে সেটা নিয়ে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ সেগুলো সারানোর উদ্যোগ নেন।