নাইজেরিয়ায় বিয়ের যাত্রীবাহী একটি নৌকা ডুবিতে অন্তত ১০৩ জনের মৃত্যু হয়েছে। বিয়ে শেষে বরযাত্রীদের নিয়ে ফেরার পথে নৌকাটি নদীতে ডুবে যায়।
মঙ্গলবার (১৩ জুন) উত্তর-মধ্যাঞ্চলের কাওয়ারা বিভাগে মঙ্গলবার (১৩ জুন) এ ভয়াবহ নৌ দুর্ঘটনা ঘটে।
কীভাবে এ দুর্ঘটনা ঘটল সেটি এখনো পুরোপুরি জানা যায়নি। তবে নাইজেরিয়ায় অতিরিক্ত যাত্রী, নিরাপত্তার ঘাটতি এবং বর্ষা মৌসুমে অতি বৃষ্টিপাতের কারণে প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে।
কাওয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র ওকসানমি আজাই বার্তাসংস্থা এএফপিকে টেলিফোনে বলেছেন, ‘এখন পর্যন্ত ১০৩ জনের মৃত্যু হয়েছে এবং ১০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে। তার মানে মৃতের সংখ্যা বাড়বে।’
গত মাসে নাইজেরিয়ার উত্তরপূর্ব সোকোতো রাজ্যে জ্বালানির কাঠ আনতে গিয়ে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা ডুবে ১৫ শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় আরও ২৫ জন নিখোঁজ হন।
নাইজার হচ্ছে নাইজেরিয়ার সবচেয়ে বড় নদী। এখানে স্থানীয় স্তরে বানানো নৌকা চলে। মাঝেমধ্যেই নৌকাডুবি হয়। কর্তৃপক্ষের দাবি, অধিকাংশ ক্ষেত্রেই ক্ষমতার চেয়ে বেশি মানুষকে নিয়ে নৌকগুলো চলাচল করে। তাই দুর্ঘটনা হয়। সূত্র: ডয়চে ভেলে