অক্টোবর ৪, ২০২৪

শুক্রবার ৪ অক্টোবর, ২০২৪

বড় ভবন দেখতে আমেরিকায় যেতে হবে না, ঢাকা-চট্টগ্রাম-কুমিল্লাতেই দেখা যাবে: স্থানীয় সরকারমন্ত্রী

You don't have to go to America to see big buildings, you can see them in Dhaka, Chittagong and Comilla Says Local Government Minister
বড় ভবন দেখতে আমেরিকায় যেতে হবে না, ঢাকা-চট্টগ্রাম-কুমিল্লাতেই দেখা যাবে: স্থানীয় সরকারমন্ত্রী। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, বড় ভবন দেখতে হলে এখন আমেরিকায় যেতে হবে না। ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লাতেই দেখা যাবে। উন্নত যোগাযোগব্যবস্থা, শিক্ষা, তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখন কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে মানুষ স্মার্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

আজ শনিবার (২২ জুলাই) সকালে কুমিল্লা জেলা পরিষদের উদ্যোগে টাউন হল মিলনায়তনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকার শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “বাংলাদেশেও দারিদ্র্য আছে তবে শেখ হাসিনার নেতৃত্বে দেশের অনেক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ এগিয়ে যাওয়ার দেশ। ইন্টারনেটের কারণে সবকিছু স্মার্ট হয়েছে।”

তাজুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্রে এখনো অনেক রাস্তা পাকা হয়নি। সেখানে ১৭% লোক দারিদ্র্যসীমার নিচে বাস করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমদ, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. জামাল নাছের, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, জেলা সিভিল সার্জন নাছিমা আক্তার, কুমিল্লার সরকারি কৌঁসুলি (পিপি) জহিরুল ইসলাম, নাঙ্গলকোট পৌরসভার মেয়র আবদুল মালেক, কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলি ইউনিয়নের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক প্রমুখ।