৯ কেজি ৯০০ গ্রাম ওজনের এক পাঙাশ মাছ জেলের জালে ধরা পড়েছে পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে। এ মাছটি কিনে নেন ৬৫০ টাকা কেজি ধরে ৬ হাজার ৪৩৫ টাকায় কেনেন মুস্তাফিজ নামে এক মাছ ব্যবসায়ী।
বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জেলে সাদ্দাম হোসেনের জালে ধরা পড়ে মাছটি।
মাছের আড়তদার মো. রিয়াজুল ঘরামি জানান, এই পাঙাশটা মূলত বঙ্গোপসাগরে জেলেদের ইলিশের জালে ধরা পড়েছে। এর সঙ্গে ৮ কেজি ৭০০ গ্রাম ওজনের আরো একটি পাঙাশ পাওয়া গেছে। পরে কুয়াকাটা মেয়র বাজারের ঘরামি ফিসের আড়তে এনে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়। মুস্তাফিজ নামে এক মৎস্য ব্যবসায়ী ৬৫০ টাকা কেজি ধরে ৬ হাজার ৪৩৫ টাকায় মাছটি কিনে নেন।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সমুদ্রে ইলিশের পাশাপাশি জেলেদের জালে ধরা পড়ছে পাঙাশসহ সামুদ্রিক মাছ। ফলে গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও লাভবান হচ্ছেন।