মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫

ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় বান্ধবীসহ ছাত্রলীগ নেতা নিহত

Chhatra League leader along with his girlfriend were killed in a bike accident on the flyover
ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় বান্ধবীসহ ছাত্রলীগ নেতা নিহত। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লালখানবাজার মুরাদপুর আখতারুজ্জামান ফ্লাইওভারে পাথরবাহী মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বান্ধবীসহ ছাত্রলীগের নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আশেক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি শাহেদ পাড়ার ইউনুস মোল্লার ছেলে মো.ইমরান (২৩) ও কক্সবাজার জেলার চকরিয়া থানার গোয়াখালী এলাকার রাসেল চৌধুরীর মেয়ে নাহিদা সুলতানা (২১)। দুজনই সরকারি সিটি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নাহিদা সুলতানা ছাত্রলীগ নেতা ইমরানের বান্ধবী। তারা বাইকার গ্রুপ। বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। সোমবার রাত সাড়ে ১০টার সময় খুলশী থানার ওয়াসা এবং জিইসি মোড়ের মধ্যবর্তী স্থানে ফ্লাইওভারে মোটরসাইকেল ও ট্রাকের ধাক্কায় তারা গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে আনাকারীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ নুর উল্লাহ আশেক জানান, সোমবার রাতে জিইসি মোড় ফ্লাইওভারে দুর্ঘটনায় আহত তরুণ-তরুণীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন