সেপ্টেম্বর ৭, ২০২৪

শনিবার ৭ সেপ্টেম্বর, ২০২৪

ফের ২২ বছর পর ‘লগান’ অভিনেত্রী ফিরলেন

The 'Lagaan' actress returned after 22 years
ফের ২২ বছর পর ‘লগান’ অভিনেত্রী ফিরলেন। ছবি: সংগৃহীত

বলিউডের ‘লগান’ ছবিতে এলিজাবেথ চরিত্রে অভিনয় করা ব্রিটিশ অভিনেত্রী রেচেল শেলি। তিনি দীর্ঘ ২২ বছর পর আবারও ফিরছেন ভারতীয় অভিনয় জগৎতে।

২০০১ সালে মুক্তি পাওয়া এই ছবির প্রতিটি চরিত্র এখনো দর্শক হৃদয়ে আলোড়ন তোলে। সাদা গাউন পেরে সেই ব্রিটিশ এলিজাবেথ চরিত্রটিকেও ভুলে যাননি কেউও, যে গোপনে ভুবনকে ক্রিকেট দল তৈরিতে সাহায্য করেছিল।

ঐ ছবি অভিনয় পরে তাকে আর দেখা যায় নি কোনো ছবিতে। দীর্ঘ ২২ বছর পর সুদীপ শর্মা পরিচালিত ওয়েব সিরিজ ‘কোহরা’-তে অভিনয় করেছেন তিনি।

থ্রিলার ঘরানার এই সিরিজে রেচেলকে বেছে নেওয়ার কারণ খোলাসা করেছেন পরিচালক।

পরিচালক সুদীপ জানিয়েছেন, চরিত্রের প্রয়োজনে তিনি এমন একজন ব্রিটিশ অভিনেত্রীর সন্ধানে ছিলেন, যিনি ভারতীয় শুটিং সংস্কৃতির সঙ্গে পরিচিত। সে অনুযায়ী পেয়েও যান রেচেল শেলিকে।রেচেল ছাড়াও এতে রয়েছেন বরুণ সোবতি, হরলীন শেট্টি, বরুণ বাডোলা প্রমুখ।

‘লগান’ ছাড়াও রেচেল অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘লাইটহাউস’, ‘দ্য কলিং’ ইত্যাদি।