সেপ্টেম্বর ৭, ২০২৪

শনিবার ৭ সেপ্টেম্বর, ২০২৪

ফের মঞ্চে ফিরছেন নওশাবা

Quazi Nawshaba Ahmed is returning to the stage again
ফের মঞ্চে ফিরছেন নওশাবা। ছবি: সংগৃহীত

কাজী নওশাবা আহমেদ টিভি ও সিনেমায় অভিনয়ের পাশাপাশি মাঝেমধ্যে মঞ্চেও অভিনয় করেন। বিরতির পর ‘সিদ্ধার্থ’ নাটকে তাকে দেখা যাবে।

সিদ্ধান্ত নাটকের জার্মান লেখক হেরমান কার্ল হেসের উপন্যাসের এ নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ। এটি প্রযোজনা করেছে ‘আরশিনগর’।

নওশাবা বলেন, টিভি নাটক ও সিনেমায় ব্যস্ত থাকলেও মঞ্চনাটকে অভিনয়ের অপেক্ষায় থাকি। আবারও মঞ্চে উঠব ভেবে ভালো লাগছে। এটি আমার অভিনীত দ্বিতীয় মঞ্চনাটক। শেখার জন্যই এতে কাজ করেছি।

তিনি আরও বলেন, হেরমান হেসের উপন্যাসটি সমসাময়িক। রেজা আরিফ স্যারের নির্দেশনায় কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। এতে আমার চরিত্রটি কেমন, তা এখন বলবো না। আমি চাই, দর্শক মঞ্চে নাটকটি দেখুক। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আগামী ৯ থেকে ১১ আগস্ট নাটকটির পরপর চারটি মঞ্চায়ন হবে।