জানুয়ারি ৮, ২০২৫

বুধবার ৮ জানুয়ারি, ২০২৫

ফেনীর মসজিদের স্ক্রিনে ভেসে উঠলো ‘আওয়ামী লীগ আবার ফিরবে’

Rising Cumilla - Awami League will return' appeared on the screen of the mosque in Feni
ছবি: সংগৃহীত

খুলনা রেল স্টেশন ও কমলাপুর রেল স্টেশনের পর এবার ফেনী শহরের বড় মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠেছে ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয়বাংলা’। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত মসজিদের এলইডি স্ক্রিনে এই লেখা দেখতে পান সাধারণ মুসল্লিরা। এটি দেখে বিক্ষুব্ধ হয় জনতা।

তাৎক্ষণিক বিষয়টি জানাজানি হলে মুসল্লিদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিকেল ৩টার পর এলইডি স্ক্রিনটি বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের অপারেটর জমির উদ্দিন নামের একজনকে আটক করে থানায় নিয়ে আসে।

বড় জামে মসজিদের নিয়মিত মুসল্লি আবুল হোসেন জানান, মসজিদটি সংস্কারের পর থেকে এলইডি স্ক্রিনে নামাজের সময়সূচি ভেসে থাকে। সোমবার যোহরের নামাজের পর মুসল্লিরা বের হয়ে যান। এর কিছুক্ষণ পরই মসজিদের দেয়ালের সাথে লাগানো বৃহৎ আকারের ওই এলইডি স্ক্রিনে ‘আওয়ামী লীগ ফিরবে; জয় বাংলা’ লিখাটি ভেসে ওঠে। বিষয়টি জানার পর মুহূর্তেই মসজিদের সামনে শত শত মুসল্লি ও পথচারী জড়ো হয়। মসজিদের স্ক্রিনে ‘আওয়ামী লীগ ফিরবে; জয় বাংলা’ ভেসে ওঠার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তিনি।

মসজিদের নিকটবর্তী মাহমুদুল হাসান নামের এক ব্যবসায়ী জানান, মসজিদের কমিটি এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। পূর্বের স্বৈরাচার কমিটির অনেকেই পলাতক। আবার কেউ কেউ গণহত্যা মামলার আসামি। প্রাক্তণ কমিটির কতিপয় সদস্য খোলস পাল্টিয়ে মুসল্লিদের সাথে একাকার হয়ে রয়েছেন। যে কেউ ষড়যন্ত্রমূলকভাবে গন্ডগোল লাগাতে এ ধরনের কাজটি করেছে। এ ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, বড় মসজিদের স্ক্রিনে ‘আওয়ামী লীগ ফিরবে; জয় বাংলা’ ভেসে ওঠার ঘটনাটি জিজ্ঞাসাদের জন্য মসজিদের অপরেটর জমির হোসেন নামের একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে কেউ অভিযোগ করলে অবশ্যই তদন্ত করা হবে।

এর আগে গত ১৪ ডিসেম্বর রাতে খুলনা রেলওয়ে স্টেশনে মূল ফটকের সামনে ডিজিটাল ব্যানারে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’ বলে একটি লেখা ভেসে ওঠে।

২৪ অক্টোবর ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের বর্হিগমন পথের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা প্রদর্শন হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি অবগত হওয়ার পর তা প্রদর্শন বন্ধ করে দেয়।