জুলাই ৫, ২০২৫

শনিবার ৫ জুলাই, ২০২৫

ফেনীতে বিভিন্ন ব্র্যান্ডের ১৪৮৯ বোতল ভেজাল তেল জব্দ, গ্রেফতার ১

1489 bottles of adulterated oil of various brands seized in Feni, 1 arrested
ফেনীতে বিভিন্ন ব্র্যান্ডের ১৪৮৯ বোতল ভেজাল তেল জব্দ, গ্রেফতার ১। ছবি: সংগৃহীত

ফেনী জেলা শহরের ১নং ওয়াডের পুর্ব উকিল পাড়ার কাজী মোশারফ হোসেন নামে এক ব্যবসায়ীকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কাজী মোশারফ হোসেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ ইউনিয়নের দক্ষিন বেতিয়ারা গ্রামের কাজী ইয়াকুবের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহর পুলিশ ফাঁড়ির এসআই হায়াত উল্লাহ ফেনী মডেল হাই স্কুল সংলগ্ন পূর্ব উকিলপাড়ার ডাক্তার আবুল কাসেমের মালিকানাধীন বাড়ির গোডাউনে অভিযান চালায়।

এসময় গোডাউন থেকে বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ২ লাখ ১৪ হাজার ৬শ ২৫ টাকা মূল্যের ১ হাজার ৪শ ৮৯ বোতল ভেজাল তেল জব্দ করা হয়। এর মধ্যে ৩৩০ মিলি ওজনের ৯৬ বোতল কিউট, ৪৮০ বোতল ১৬০ মিলি কিউট, ৪০ বোতল ৩৫০ মিলি প্যারাসুট, ২৭৫ বোতল ২০০ মিলি প্যারাসুট, ৩৩৬ বোতল ১শ মিলি প্যারাসুট, ১৪৪ বোতল ২শ মিলি প্যারাসুট বেলীফুল, ৩০ বোতল ২শ মিলি কুমারিকা, ৪০ বোতল ২৭৫ মিলি ডাবর আমলা, ৪৮ বোতল ১৮০ মিলি ডাবর আমলা রয়েছে।

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার এসআই বেলাল হোসেন জানান, ভেজাল তেল জব্দের ঘটনায় শহর পুলিশ ফাঁড়ির এসআই হায়াত উল্লাহ বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত কাজী মোশারফকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন