নভেম্বর ১০, ২০২৪

রবিবার ১০ নভেম্বর, ২০২৪

ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে

Palestinian
ছবি: আনাদোলু

ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনের কয়েক হাজার মানুষের মৃত্যুর ঘটনায় আজ সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে নিহত ব্যক্তিদের আত্মার শান্তি ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। যদিও শনিবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন।

রাষ্ট্রীয় শোক উপলক্ষে শুক্রবার বাদ জুমা নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

শনিবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে।