ডিসেম্বর ১১, ২০২৪

বুধবার ১১ ডিসেম্বর, ২০২৪

ফিরছে সিটিসেল, আবারও দেবে ২৫ পয়সা কলরেট!

Rising Cumilla - Citycell Sim
ছবি কোলাজ: রাইজিং কুমিল্লা

বাজারে আসছে আবার সিটিসেল। কথা বলা যাবে ২৫ পয়সা কলরেটে-এমনটাই জানা গেছে গণমাধ্যমের খবরে।

সাম্প্রতিক সময়ে সিটিসেল তাদের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার চায়। এছাড়াও তারা যাতে ফাইভ-জি সেবা চালু করতে পারে সে ব্যাপারে অনুমোদন চেয়েছে।

বাংলাদেশের এক সময়কার জনপ্রিয় সিটিসেল ফোন অপারেটরের মাধ্যমে কথা বলা যেত ২৫ পয়সা প্রতি মিনিটে। এ প্রতিষ্ঠানটির সেবা ব্যবহার করতে চাইলে অবশ্যই মোবাইল ফোন এবং সিম এক সঙ্গে কিনতে হতো। এমন কী সেই মোবাইলে অন্য কোন অপারেটরের সিম ব্যবহার করার সুযোগ ছিল না।

তবুও জনপ্রিয়তার কোন কমতি ছিল না সেই সময়। অন্যান্য ফোন অপারেটরে কলরেট অনেক বেশি থাকলেও সিটিসেলের কলরেট ছিলো ২৫ পয়সা। বাংলাদেশে সিডিএম প্রযুক্তি নির্ভর একমাত্র প্রতিষ্ঠান ছিল সিটিসেল।

১৯৮৯ সালে বাংলাদেশে এই প্রতিষ্ঠানটি সর্ব প্রথম তাদের কার্যক্রম শুরু করেন। এমনকি দক্ষিণ এশিয়ার সবচাইতে পুরনো মোবাইল ফোন অপারেটর গুলোর মধ্যে সিটিসেল অন্যতম ছিল।