নভেম্বর ৩, ২০২৪

রবিবার ৩ নভেম্বর, ২০২৪

প্রিয়তমা হিট হওয়ার পর ১ কোটি টাকা পারিশ্রমিক চাইছেন শাকিব

প্রিয়তমা হিট হওয়ার পর ১ কোটি টাকা পারিশ্রমিক চাইছেন শাকিব
প্রিয়তমা হিট হওয়ার পর ১ কোটি টাকা পারিশ্রমিক চাইছেন শাকিব। ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান সিনেমায় অভিনয়ের জন্য নির্ধারিত পারিশ্রমিকের টাকা পুরোটাই অগ্রিম নিয়ে এখন আর কাজ করছেন না। এমনটাই দাবি করেছেন পরিচালক বদিউল আলম।

নির্মাতার দাবি, তার নতুন সিনেমা ‘নীল দরিয়া’-তে অভিনয়ের কথা ছিল শাকিব খানের। গত ২০ জুলাই থেকে সিনেমার শুটিংয়ের শিডিউল ছিল। এ জন্য পারিশ্রমিক হিসেবে ৪০ লাখ টাকা অগ্রিম দেওয়া হয় তাকে। কিন্তু ‘প্রিয়তমা’ সিনেমা হিট হওয়ার পরেই নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন শাকিব খান।

মাস কয়েক আগেও শাকিব খানের পারিশ্রমিক ছিল ৩৫-৫০ লাখ টাকার মধ্যে। কিন্তু ‘প্রিয়তমা’ সিনেমাটির সাফল্যের পর পারিশ্রমিক ১ কোটি টাকা চাচ্ছেন এই তারকা। মূলত এ কারণেই আটকে যায় ‘নীল দরিয়া’ সিনেমার শুটিং।

সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বদিউল আলম খোকন বলেন, এখন শাকিব খানকে দিয়ে ‘নীল দরিয়া’ সিনেমা করতে হলে ৪০ লাখ টাকার সঙ্গে আরও ৬০ লাখ টাকা দিতে হবে বলে দাবি করেছেন তিনি। পারিশ্রমিক হিসেবে নেওয়া ৪০ লাখ টাকা ইতোমধ্যেই প্রযোজককে ফেরত দিয়েছেন সে।

তিনি আরো বলেন,আগের নির্ধারণ করা পারিশ্রমিকে এখন আর কাজ করতে চাইছেন না শাকিব খান।তাকে ১কোটি টাকা দিতে হবে। কিন্তু আমরা তার সঙ্গে কথা চূড়ান্ত করার সময় যে পারিশ্রমিক ছিল, সেটি দিয়েই চূড়ান্ত করা হয়েছিল।

কিন্তু আমরা তো তাকে আগের পারিশ্রমিকেই সিনেমার জন্য চূড়ান্ত করেছিলাম। এখন সে আমাদের কাছে এটা দাবি করতে পারেন না। তার নৈতিকতার মধ্যে এটি পড়ে না। কমিটমেন্ট ঠিক না থাকলে তো হবে না। এটা ভীষণ অন্যায়।