
ঝিনাইদহে প্রলোভন দেখিয়ে ডেকে এনে অশ্লীল ভিডিও ধারণ করে টাকা হাতিয়ে নেয়া নারী ইউপি সদস্যসহ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শুক্রবার রাতে অভিযান চালিয়ে ঝিনাইদহ ও কালীগঞ্জ উপজেলা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ইউপি সদস্য নুর নেহা, জাহানারা বেগম, রুহানী আক্তার এবং আজিম মণ্ডল। গ্রেপ্তারের সময় অভিযুক্তদের কাছ থেকে নগদ ৫৯ হাজার টাকা জব্দ করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, দীর্ঘদিন যাবত একটি চক্রের কিছু পুরুষ এবং নারী সদস্য বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে মোবাইলের মাধ্যমে অশ্লীল ছবি ধারন করে ভূক্তভোগীকে পারিবারিক ও সামাজিক ভাবে সম্মানহানি করার ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছিলো।
কিছুদিন আগে চক্রের সদস্যরা সদর উপজেলার কুলফাডাঙ্গা গ্রামের হারুণর রশিদকে অশ্লীল ভিডিও ভাইরাল করে দেয়ার ভয় দেখিয়ে এক লাখ ১৯ হাজার টাকা হাতিয়ে নেয়। তার অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়।
ভুক্তভোগী হারুণর রশিদ জানান, নারী-পুরুষ চক্র তাকে ফাঁদে ফেলে জোরপূর্বক অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ব্লাকমেইল করে আসছিলো। তিনি এক লাখ ১৯ হাজার টাকা দিলেও অভিযুক্তরা দাবি করছিলেন চার লাখ টাকা। তাই নিরুপায় হয়ে তিনি আইনের আশ্রয় নেন।
জেলা গোয়েন্দা দলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন উদ্দিনের নেতৃত্বে শুক্রবার রাতে অভিযান চালানো হয়।