নভেম্বর ৩, ২০২৪

রবিবার ৩ নভেম্বর, ২০২৪

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রংপুর, জনসভায় মানুষ নিতে আটটি বিশেষ ট্রেন

Rangpur ready to welcome the Prime Minister, eight special trains to take people to the public meeting
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রংপুর, জনসভায় মানুষ নিতে আটটি বিশেষ ট্রেন। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ এক যুগ পর রংপুরে যাচ্ছেন। তার এ সফরকে ঘিরে রংপুর বিভাগের ৮ জেলায় সাজ সাজ রব বিরাজ করছে। এদিকে জনসভায় ১০ লাখের বেশি মানুষের সমাগম হতে পারে বলে দলীয় নেতারা প্রত্যাশা করছেন। সমাবেশে অংশ নিতে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য আটটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

আগামী বুধবার (২ আগস্ট) তিনি রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের বিভাগীয় জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষ্যে আটটি বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হল, পঞ্চগড় স্পেশাল, ঠাকুরগাঁও স্পেশাল, দিনাজপুর স্পেশাল, বুড়িমারী স্পেশাল, লালমনিরহাট স্পেশাল, উলিপুর স্পেশাল, কুড়িগ্রাম স্পেশাল ও বোনারপাড়া স্পেশাল ট্রেন।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা ভাড়া দেওয়া সাপেক্ষে ট্রেনগুলো ব্যবহার করবেন। ট্রেনগুলো দুপুর সোয়া ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে রংপুরে পৌঁছাবে।