বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে অবশ্য ফিফটি হাঁকিয়ে রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন লিটন দাস। তবে ব্যর্থ হয়েছেন তানজিদ হাসান তামিম।
আজ শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগার্স। এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মলনে অধিনায়ক সাকিব আল হাসানের প্রতিনিধি হয়ে আসেন ডেপুটি শান্ত। যেখানে কথা বলেছেন নানা বিষয়ে।
সংবাদ সম্মেলনে তানজিদ তামিমকে নিয়ে শান্ত বলেছেন, ‘আমার কাছে মনে হয় সে কেবল ৫-৬টা ম্যাচ খেলছে। প্রত্যেকটা প্লেয়ারেরই একটু সময় লাগে, কারও একটু বেশি-কারও একটু কম। তার উপরও সবার ওই বিশ্বাসটা রাখা উচিত। তাকে আমরা সবাই যেন সমর্থন করি। এখানে যারা, যে কয়জন প্লেয়ার আসছে, সবাই ভালো করার মত, সবাই সামর্থ্যবান। আশা করি সামনের ম্যাচ থেকে ভালো কিছুই করবে।’
এদিকে তানজিদ হাসান তামিম বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচে ভালো করলেও মূলপর্বের দুটি ম্যাচেই হয়েছেন ব্যর্থ। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৫ রান করে রানআউট হয়ে ফেরার পর ইংল্যান্ডের বিপক্ষে করেছেন ১ রান। এই ওপেনারের উপর অবশ্য এখনও ভরসা করছে টাইগারা।