ডিসেম্বর ৯, ২০২৪

সোমবার ৯ ডিসেম্বর, ২০২৪

প্রকাশ্যে এলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি-সেক্রেটারি

প্রকাশ্যে এলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি-সেক্রেটারি
প্রকাশ্যে এলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি-সেক্রেটারি । ছবি: প্রতিনিধি

এবার প্রকাশ্যে এলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক। সংগঠনটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের মো. সোহেল রানা এবং সেক্রেটারি ইংরেজি বিভাগের মাস্টার্স ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের মো. সুমন সরকার।

(বুধবার) ২৭ নভেম্বর ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী বেরোবি শাখা ছাত্রশিবিরের সভাপতি বিশ্ববিদ্যালয়ের অদূরে মডার্ন মোড়ে ইসকন বিরোধী আন্দোলনে ভাষণ দেন।

জানা যায়, ছাত্র শিবিরের সভাপতি সোহেল রানা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স ২০১৭-১৮ এবং মাস্টার্স ২০২১-২২সেশনের শিক্ষার্থী। তার স্থানীয় বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায়।

সেক্রেটারি মোঃসুমন সরকার ইংরেজি বিভাগের স্নাতক ২০১৮-১৯ এবং স্নাতকোত্তর ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী। তার স্থানীয় বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়।

ইসকন বিরোধী আন্দোলনে বেরোবি শিবির সভাপতি বলেন, জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ থেকে আমরা বলতে চায়। আমাদের ছাত্র সমাজ ন্যায়বিচার মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এবং যেকোনো অধিকার আদায়ে সচেষ্ট থাকবে।আমাদের ছাত্রসমাজ দেশের মানুষের অধিকার আদায়ের একতাবদ্ধ থাকবে। গত জুলাই বিপ্লবে ছাত্র সমাজ তাদের ঐক্য শক্তি দেখিয়েছে। আগামীতে ছাত্র সমাজ ফ্যাসিবাদী দোসরদের যেকোনো ষড়যন্ত্র রুখে দেবে।

তিনি আরো বলেন, জুলাইয়ের গণহত্যা ইতিহাসের একটি কলঙ্ক অধ্যায়। গণহত্যায় জড়িত সকলকে বিচারের আওতায় আনতে হবে৷ আমরা লক্ষ্য করছি ফ্যাসিবাদী সরকার শ্রমিক লীগ, রিকশা ইসকন লীগ হয়ে ফিরে আসছে। তারা যে রূপে ফিরে আসুক না কেন তৌহিদী ছাত্রসমাজ সেটা রুখে দেবে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের বিচার করতে হবে। সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশ নিষিদ্ধ করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে ইসকন নিষিদ্ধ, আমরাও আমাদের দেশে সন্ত্রাসী সংগঠন ইসকনকে দেখতে চাই না।