সেপ্টেম্বর ৭, ২০২৪

শনিবার ৭ সেপ্টেম্বর, ২০২৪

পোষা সাপের কামড়ে ওঝার মৃত্যু

Ojha dies of pet snake bite in Bangladesh
পোষা সাপের কামড়ে ওঝার মৃত্যু। ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে নিজের পোষা বিষাক্ত সাপের ছোবলে আলী আকবর (৫০) নামে এক ওঝার মৃত্যু হয়েছে। নিহত ওঝা উপজেলার কয়ারিয়া এলাকার ছৈয়দ সরদারের ছেলে।

শুক্রবার (২৩ এপ্রিল) রাতে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

আকবরের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওঝা আকবর দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি বিষাক্ত সাপ পুষে আসছিলেন। উপজেলার বিভিন্ন এলাকার মানুষকে সাপে কামড় দিলে তিনি শরীর থেকে বিষ নামানোর চিকিৎসা করতেন। শুক্রবার দুপুরে আলী আকবর ওই সাপগুলোকে খাবার খাওয়ানোর উদ্দেশে খাঁচা থেকে বের করেন। ওই সময় একটি বিষধর সাপ হঠাৎ করে তার শরীরের ওপর ছোবল দেয়। এতে করে তিনি গুরুতর আহত হন। পরে সাপের বিষ ধীরে ধীরে তার পুরো শরীরে ছড়িয়ে পড়লে তার মৃত্যু হয়।

কয়ারিয়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মন্টু জানান, আলী আকবর ওঝা দীর্ঘদিন ধরে মাদারীপুরসহ আশেপাশের জেলাগুলোতে সাপে কাটা রোগীদের চিকিৎসা করে আসছিলেন। এলাকায় তিনি আলী আকবর ওঝা নামেই বেশি পরিচিত ছিলেন। তাকে সাপে কামড় দেয়ার পর পরিস্থিতি খারাপের দিকে গেলে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন জানান, আমরা সাপের ছোবলে ওঝার মৃত্যুর ঘটনা শুনেছি।