সেপ্টেম্বর ৭, ২০২৪

শনিবার ৭ সেপ্টেম্বর, ২০২৪

পোল্যান্ডে বিমান বিধ্বস্ত, নিহত ৫ জন

Plane crash in Poland, 5 dead
পোল্যান্ডে বিমান বিধ্বস্ত, নিহত ৫ জন। ছবি: সংগৃহীত

পোল্যান্ডে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।সোমবার (১৭ জুলাই) একটি বিমান ঘাঁটিতে এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।

সোমবার দেশটির রাজধানী ওয়ারসর কাছে একটি ঘাঁটিতে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। খবর বিবিসির।

জানা গেছে, বিমানটি যে হ্যাঙ্গারের ওপর বিধ্বস্ত হয়েছে, সেটির ভেতর মানুষ ছিলেন। বৈরি আবহাওয়া থেকে বাঁচতে কয়েকজন হ্যাঙ্গারটির ভেতর আশ্রয় নিয়েছিলেন; আর ওই সময় বিমানটি তাদের ওপর আছড়ে পড়ে। এতে এত প্রাণহানির ঘটনা ঘটেছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা জোয়ানা উইলোচা জানান, স্থানীয় সময় বিকাল ৫টা ৪০ মিনিটে দুর্ঘটনা সম্পর্কে পুলিশকে জানানো হয়। বিধ্বস্ত বিমানটি সেসনা ২০০৮ মডেলের।

পোলিশ অর্থমন্ত্রী অ্যাডাম নিডজেলস্কি টুইটে বলেছেন, বিমান দুর্ঘটনায় অন্তত সাতজন আহত ও পাঁচজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধারে দুর্ঘটনাস্থলে চারটি হেলিকপ্টার ও ১০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। এই বিমান ঘাঁটি রাজধানী ওয়ারস থেকে ৪৭ কিলোমিটার দূরের ক্রান্নো গ্রামে অবস্থিত।