২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা’ সিনেমাটি বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল এবং ব্যাপক সাড়া ফেলেছিল। অবশেষে জানা গেল, আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা টু’ সিনেমাটি মুক্তির তারিখ।
সোমবার (১১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে ‘পুষ্পা টু’ সিনেমার একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন আল্লু অর্জুন। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ১৫ আগস্ট, ২০২৪ সাল। পাশাপাশি হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘পুষ্পা টু: দ্য রুল’।
কয়েক দিন আগেই মুক্তি পেয়েছিল সিনেমাটির প্রথম পোস্টার। আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষেই পোস্টারটি প্রকাশ করা হয়েছিল। আর সেই পোস্টারে আল্লু অর্জুনের লুক দেখে রীতিমতো চমকে ওঠেন নেটিজেনরা।
সিনেমায় আল্লু অর্জুন ছাড়া আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল। এবং হিন্দিসহ তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা টু’।